নওগাঁর রাণীনগরে উপজেলা ভিত্তিক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনের শুরুতেই একটি র্যালী উপজেলার প্রধান প্রধান স্থান পদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রকৌশলী শাহ মো. শহীদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ইমাম, আলেমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply