বৃষ্টি শুরু হলে দুপুরবেলা মাঠে জমির আইল কাটতে গিয়েছিল কৃষক আনোয়ার হোসেন (৩৫)। ওই সময় বজ্রপাতে তিনি মারা যান।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর নয়াপাড়া গ্রামের মাঠে আজ দুপুর পৌনে একটার দিকে ওই ঘটনা ঘটে। নিহত কৃষক আনোয়ার হোসেন ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে বৃষ্টি শুরু হলে আনোয়ার হোসেন গ্রামের মাঠে তাঁর জমির আইল কাটতে যান। দুপুর পৌনে একটার দিকে বজ্রপাত হলে আনোয়ার হোসেস জমির আইলের ওপর পড়ে যান।
তাঁরা বৃষ্টির পর বাহিরে এসে দেখেন জমির আইলের ওপর আনোয়ার হোসেন পড়ে আছেন। তাঁর বুক ঝলসানো ও কান দিয়ে রক্ত ঝরছিল।
স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, দুপুরে বৃষ্টি হচ্ছিল, সেই সময় আবার বজ্রপাত হয়। আমরা দুপুর দেড়টার পর কৃষক আনোয়ার হোসেন মরদেহ তাঁর জমির আইল থেকে উদ্ধার করেছি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, জমির আইল কাটার সময় আনোয়ার হোসেন নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।
Leave a Reply