বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। আজ সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পতিত জায়গায় বিভিন্ন ধরনের গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করেন জেলা কমান্ডেন্ট মোঃ মিনহাজ আরেফিন।
কর্মসূচীতে একযোগে জয়পুরহাটের পাঁচটি উপজেলা কার্যালয় ও আনসার ভিডিবি সমিতি চত্তরে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা রোপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জয়পুরহাট সদর উপজেলা কর্মকর্তা তহমিনা বেগম, অফিস কর্মচারী, ব্যাটালিয়ন আনসার ও মহিলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-প্রত্যেক প্রতিজন কমপক্ষে দুটি করে গাছ লাগাবেন। কারন, গাছ আমাদের পরম বন্ধু। এই গাছ একসাথে পরিবেশের ভারসাম্য ঠিক রাখে এবং আমাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতেও ভূমিকা রাখে।
Leave a Reply