নওগাঁর সাপাহারে স্কয়ার ঔষধ কোম্পানির রিপেজেন্টিভ ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ বলেন, মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার সন্ধ্যায় সাপাহার মেডিকেলের সামনে হতে ৩০০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট সহ স্কয়ার ঔষধ কোম্পানীর রিপেজেন্টিভ মোদাচ্ছের (৩৫) কে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি জেলার মান্দা থানার মইনোম গ্রামের মুজাহারুল ইসলামের ছেলে।
অপরদিকে রাত আড়াইটার দিকে রায়পুর স্কুল পাড়া গ্রামস্থ মোহাম্মদ রয়েল হোসেন ওরফে কাহু (৪১) কে দুটি গাঁজা গাছ সহ আটক করা হয়েছে। আটককৃত হলেন উপজেলার রাইপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply