আসন্ন পবিত্র ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহিলা আওয়ামী লীগের নেত্রী নাসিমা জাহান শিউলি।
বিবৃতিতে তিনি বলেন পবিত্র ঈদুল আজহা আমাদেরকে ত্যাগের আদর্শে উজ্জীবিত করে।সাভার ও আশুলিয়া বাসীসহ সর্বস্তরের মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানানোর পাশাপাশি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ঈদুল আযহা উদযাপনের অনুরোধ জানাচ্ছি।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সর্বস্তরের সকলকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তার পাশাপাশি আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করাই আমাদের কাম্য।পশু কোরবাণীর মাধ্যমে প্রত্যেকের মনে ত্যাগের মানসিকতা জাগ্রত হবে এবং পশুত্ব বিলীন হবে বলে আশা রাখছি।
পশু কোরবানীর পর তার ময়লা আবর্জনা সময় মত পরিস্কার করার জন্য অনুরোধ করছি।হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি।সাম্প্রতিক করোনা পরিস্থিতি বৃদ্ধির কারণে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।সেই সাথে বানবাসীর পাশে দাঁড়ানো জন্য অনুরোধ করছি।
Leave a Reply