দিনাজপুরের বীরগঞ্জে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে দিবসটি উপলক্ষে পৌরশহরের শালবন মিলনায়তন হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে শালবন মিলনায়তনের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আদিবাসীরা বাংলাদেশের আজন্ম লালিত ঐতিহ্যেকে ধরে রেখেছে।
তারা বৃটিশ বিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদিবাসীদের জীবনমান উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি শিক্ষা উপকরণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান অব্যাহত রেখেছেন। তাই আদিবাসীদের মুল শ্রোতধারার জনগোষ্ঠীর মত সুযোগ ও সুবিধা রক্ষায় সর্বদা আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। থানা সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা।
স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ থানা সমাজ উন্নয়ন সমিতির সহ সভাপতি এডওয়ার্ড হেমরম। এসময় উপজেলার বিভিন্ন এলাকার কয়েক শতাধিক আদিবাসী সাঁওতাল নারী পুরুষ, যুব ও যুবমহিলা এবং শিশু সহ বিভিন্ন বয়সের আদিবাসী উপস্থিত ছিলেন। এর আগে সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা সিদু কানুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Leave a Reply